হাত তুলেছি দয়াল প্রভু
তোমার এই বান্দা
তুমি ছাড়া নেই যে কেহ
তোমার কাছেই বান্ধা।।
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার
হাত তুলেছি দরবারে তোমার।।
পাহাড় সমান পাপ করেছি
করছি গুনাহ কতো
তারও চেয়ে মহান তুমি
দয়া তোমার ততো
অশ্রুসিক্ত হয়ে আজই
ক্ষমা চায় এই আন্ধা।।
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার
হাত তুলেছি দরবারে তোমার।।
স্রষ্টা তুমি পালনকর্তা
ওগো আমার রব
সৃষ্টি যতো পাখির মতো
করি কলোরব
আসছি একা যাবো একা
সাঙ্গ হলেই ধান্ধা ।।