তোমার দয়ার মহিমাতে চলছে দুনিয়া,
শেষ করা তো যায় না প্রভু যন্ত্রে গুনিয়া।।
কোথায় তুমি বসত করো দাও গো বলিয়া,
উড়াল দিয়ে চাই গো যেতে ঐ খানে চলিয়া।
তোমার দেখা না পেলে গো যাবো মরিয়া।
সারাদেহ খাইলো ঘুণে পাপের কারণে,
মানি না তো কোনো বাঁধা তোমার বারণে।
কোটি কোটি সৃষ্টি তোমার ডাকে নাম ধরিয়া।
আসছি একা যাইবো একা একাই রবো কবরে,
স্বজন যতো কাঁদবে জানি (আমার) মরার খবরে।
সময় থাকতে চাই গো দয়া ছাড়ার আগে দুনিয়া।