থাক না দূরে মন উড়িয়ে
কাছে আসিস না
আমার মতো বুক ভাসিয়ে
তুই আর কাঁদিস না।।


কেঁদে কেঁদে কী আর হবে
জীবন চলে গেলে
হিসেব কষে দেখো রে মন
জীবনে কী পেলে!
হোক না যতো মনে ক্ষত
হৃদয় ভাঙিস না।।


দহন যতো জ্বলছে জ্বলুক
বসাস না ভাগ তাতে
প্রেম বুঝে না ধনী-গরিব
ধর্ম বর্ণ জাতে।
দুঃখের গীতি শুনে তুই আর
অট্টো হাসিস না।।


সুখের কাছে দিলাম সঁপে
মন রাঙিয়ে নে
জীবন ভেলায় রঙধনুর ঐ
রঙ লাগিয়ে নে!
দুঃখের কাছে বায়না করে
জলে ভাসিস না।।