সুখটা এখন সোনার হরিণ
বন্ধু শুনে লও
দুঃখের কথা কইও না আর
সুখের কথা কও।।


চারিদিকে হচ্ছেটা কি?
সমঝোতা কই
মাঝে মাঝে হয় যে মনে
আমিও মানুষ নই।
শিক্ষকেরা হয় লাঞ্চিত
কেমন করে সও।।


আচ্ছা বলো নিয়মনীতি
কোন সময়ে ছিলো?
জনমনে পোক্ত শোকের
ছায়াটা কে দিলো?
হইনি কভু মুক্ত আমি
মুক্ত তুমিও নও।।


ভাল্লাগে না এসব লীলা
বুকে ব্যথার ঢেউ
বাংলা আমার বাংলা তোমার
কাজের বেলায় নেই কেউ।
নতুন করে দেশটা গড়ো
নীরব কেনো রও।।