জাগ রে  আবার বীর বাঙালী
আর  ঘুমিয়ে থাকিস না
রক্ত তোরই বলুক কথা
দমিয়ে রাখিস না।।


আর কতকাল ঘুমাস ওরে
বেলা বয়ে যায়
মান করিয়া লুকাইলি কি
উজান গাঁয়ের বায়।
যুদ্ধ করে রুদ্ধ করে
ভুলে থাকিস  না।।


দুঃখিনী মা কাঁদে আজো
পথে আঁচল ফেলে
কেমন করে ঘুমাস রে তুই
ওরে সোনার ছেলে।
রাজ পথেরই ধূলিকণা
ভিজুক মুক্তিসেনা।।


মা জননী  আজো জাগে
ছেলের আশায় থেকে
পাষাণ ছেলে চলে গেলে
মাকে একা রেখে।
আয় রে ফিরে মায়ের কোলে
স্বপ্ন ভাঙিস না।।