শূন্য খাঁচায় পুষছি আমি অচেনা এক পাখি
চোখ মেলিয়া হয়নি দেখা তবু তারে ডাকি।।


ফুড়ুৎ ফুড়ুৎ আসে যায় সে গভীর ভাবের ছলে
আসা-যাওয়ার মাঝে মাঝে কতোই খেলা চলে
ধরা দিলেও যায় না ছোঁয়া কেমন অচিন পাখি।।


খাঁচার ভিতর বন্দী হয় না সে যে এমন পাখি
থাকার কথা ভাবে না সে যতোই তারে ডাকি
বুঝ মানে না অবুঝ পাখি হঠাৎ-ই  দেয় ফাঁকি।।


কার ইশারায় চলে পাখি কোন সে রসিয়া
কুল কিনারা পাই না খুঁজে থাকি বসিয়া
দিনে দিনে হচ্ছে সরু পথটা যাচ্ছে ঢাকি।