মেয়ে:
মধুর সুরে ডাকো যখন আমায় প্রিয়তি
মনে আমার জেগে ওঠে শ্যামের পিরিতি।।
ছেলে:
অজানা এক অনুভূতি দেয় যে মনে নাড়া
ইশারাতে কেনো ডাকো হই যে পাগল পাড়া
তাই তো ডাকি ও প্রিয়তি শেখাও পিরিতি।।
মেয়ে:
মনটা নিয়ে কেনো তুমি থাকো দূরে দূরে
কদম তলায় বসে বসে বাঁশির সুরে সুরে
কাঁদাও শুধু এই আমারে এই কি প্রেমের রীতি।।
ছেলে:
ইশারাতে ডাকি তোমায় দূর আকাশে ভেসে
কল্পনাতে উড়ি সদাই তোমায় ভালোবাসে
ডাকলে তোমায় পাই না কাছে এই কী তোমার নীতি
ভালোবেসে আসলে কাছে বলো না কি ক্ষতি।।
ছেলে:
ও প্রিয়তি, তুমি আমার কাব্যের পাতার ছবি
তোমায় পেলে আনন্দিত হয়ে উঠি কবি
ভুলিওনা ভুলিওনা রেখো প্রেমের স্মৃতি
মনে আমার জেগে উঠে তোমার পিরিতি।।
মেয়ে:
মৃদু হেসে আড় নয়নে একটু তাকাও যদি
লুটিয়ে দেই মনটা আমার হই যেনো গো নদী
কেমন করে যাবো ভুলে ভুলবো তোমার স্মৃতি।।
ছেলে:
হাত ছেড়ো না বন্ধু তুমি ধরো শক্ত করে
নতুনধারায় প্রেম পিরিতি লিখবো খাতা ভরে
আমায় যদি ভালোবাসো শেখাবো পিরিতি।।