ও জীবন রে তোর লাগিয়া
সারাটা দিন খাটি
দেহ করলাম পুইড়া অঙ্গার
জীবন হইলো মাটি।।
যে আমারে জীবন দিলো
তাহারে ভুলিয়া
জীবন নদী বাইয়া চলি
বৈঠা নেই তুলিয়া।
তবু তোর যে পেট ভরে না
পেছন পেছন হাঁটি।।
আজও আমি পাইলাম না রে
নদীর কুল কিনার
পিঠের সাথে পেটও বান্ধি
খুঁজে যাই দিনার।
তাড়া করে বেড়ায় আমায়
নিয়ে যেনো লাঠি।।
জীবন আমায় ছাড়বে কি গো
থাকতে ধরায় আহার
এসব কথা ভাবার জন্য
সময় নেই যে কাহার
বসে বসে ভাবছে রুনা
কার লাগিয়া খাটি।।