ছেড়ে দিলে উড়তে থাকে
ধরা কিন্তু ভীষণ দায়,
ভালোবাসার পাখি শোনো
দাগ দিও না আমার গায়।।


ভালোবাসা বুঝে কজন
প্রেম করে তো অনেকেই,
মনটা নিয়ে জোয়া খেলে
দেয় না ধরা কিছুতেই।
তুমি - আমি খাঁটি হলে
বাঁধবো শিকল দুজনায়।


তোমার- আমার প্রেমের খেলা
দেখবে জগতবাসী,
ঢেউয়ের তালে মাতবো দুজন
হাসবো সুখের হাসি।
ফুলের আচঁড় দিও না গো
হলুদ বরণ সোনার গায়।


ইতিহাসে নাম লিখালো
কতো প্রেমিক- প্রেমিকা
তোমার- আমার প্রেম কাহিনি
গ্রিনিজ বুকে থাক লিখা।
রুনা লায়লার হাতটা ধরো
রেখো বুকেরই ছায়ায়।