রুনার দুঃখে আকাশ কাদেঁ কাঁদলি না রে তুই
জনম দুঃখী এই পরানটা কোথায় বল রে থুই।।


নদী যেমন ভাসায় তরী বয়ে আবর্জনা
তেমন করেই ভাসাইলি রে আমারই অর্চনা।।
কাঁথা যেমন সেলাই করে হইলিরে তেমন সুঁই।


অন্তর আমার পুড়ালি রে চিতায় যেমন পোড়ে
ভুলতে গেলে যায় না ভুলা মনে পড়ে তোরে।।
যা ছিলো রে মনের ঘরে সবই নিলি রে তুই।


আয় ফিরে আয় প্রাণ তোরে চায় বাঁচে না তুই ছাড়া
মন কী রে বল যায় রে বাঁধা মন যে বাঁধন হারা।।
নোনা জলে বন্ধু  তোরে এই পরান দিয়ে  ছুঁই।