এমনি করেই সবাই যাবে
রবে না তো কেউ
হৃদয় পুড়ে ছাই হইবে
আসবে শোকের ঢেউ।।


রইবে পড়ে মানিক রতন
কাঁদবে অঝোরে
কে রাখবে গো এমন করে
মায়ের  অধোরে।
মা যে আমার  কী ছিলো গো
জানলো না তো কেউ।।


নিলাম তোমায় যতন করে
আসবে ফিরে ঘরে
সময় হলে যাবে চলে
অন্ধকার কবরে।
আঁকড়ে ধরবে যাকে তুমি
যাবে চলে সে-ও।।


ঠিকই ফিরে আসতে পারে
এক নিথর দেহ হয়ে
মনকে বুঝাই কেমন করে
যায় দুঃখের বন্যা বয়ে
কেঁদে রুনা হয় দেওয়ানা
হাসে জলের ঢেউ।।