মন পুড়িলে হয় রে খাঁটি
কয়লা পুড়লে ছাই
মনের মানুষ পর হইলে
কলিজা পোড়ায়।।
বনের পাখি বনে থাকে
মনের পাখি মনে
ভালোবাসা করতে আপন
জানে কজনে
আসবেই ফিরে হলে আপন
যাওয়ার বুদ্ধি নাই।।
ভালোবাসার পাখিটারে
দাও না মুক্ত করে
শুকনা নদী জোয়ার এলে
যাবেই আবার ভরে
পর মানুষে হয় কি আপন
দেয় না কলিজাতে ঠাঁই।।