কতোকাল যে শুনিনা
তোমারই ডাক
অভিমানে জমা পড়ুক
আমার সকল হাঁক।।
ঘুরতে ঘুরতে আবার একদিন
দেখো মিশে যাবো
আগের মতোই তোমার পিরিত
ঠিকই ফিরে পাবো
এখন না হয় দুঃখগুলো
চোখের জলে যাক ভেসে যাক।।
ভুলিনি তো তোমায় আমি
রেখেছি স্মরণেও
তোমায় নিয়ে স্মৃতিগুলো
থাকবে মরণেও
কতো কথা গল্পস্বল্প
আজ গান হয়ে যাক।
মধুর সুরে নামটি ধরে
ডাকতে প্রিয়তি
কবিতারই বইগুলো সব
দেখবে নিয়তি
প্রাণের কথা গানের কথা
আজ প্রাণ ফিরে পাক।।