প্রেমের নামে বিষ খেয়েছি মরার সময় যাই কইয়া
এমন ভুল আর কইরো না কেউ সবে লও গো শুনিয়া।
ফুলে ফুলে ঢুঁ মারাটা মৌমাছিরই স্বভাব।।
সরল মনে ভালোবাসার বড়োই যে অভাব।
কেমন করে দাগা দিলো পাই না বুঝিয়া।
মিঠা মিঠা কথা কইয়া মনটা নিলো কেড়ে,
হঠাৎ করেই পাষাণ বন্ধু আমায় গেলো ছেড়ে।
মনের ব্যথা কারে বলি কে নেবে শুনিয়া!
অন্তর দিয়া ভালোবেসে ব্যথাই শুধু পেলাম,
ভুল করিয়া ক্যান যে আমি ভুল পথেই গেলাম।
তারে ছাড়া বাঁচে না প্রাণ ভুলিবো কী করিয়া।