তাবিজ দিয়ে হয় না রে প্রেম
হয় না ভালোবাসা
মনের ঘরে বসত করে
প্রেমই  সর্বনাশা।।


প্রেমই ধর্ম প্রেমই জনম
প্রেম  মানেই আল্লাহ
জলের সাথে করে পিরিত
জেলে মাঝি মাল্লাহ
প্রেমের তরেই ডুবে আবার
প্রেমের লাগিই ভাসা।।


মানব জনম যায় বিফলে
প্রেম যদি না থাকে
দুঃখের তরী ভাসায় তবে
জীবন নদীর বাঁকে
প্রেম ছাড়া চলে না বৈঠা
না বুঝলে তার ভাষা।।


রুনা বলে কাঁদিস রে তুই
ভাসিস চোখেরজলে
প্রেম কে তবু ছাড়িস না রে
রাখিস বুকের তলে
মন থাকিলে মন বুঝিবে
হোক না সে এক চাষা।।