লোকে বলে করলে পিরিত
যাচাই করে নিও
মনের সাথে মন মিলিলে
তোমার মনটাও দিও।।


আমি বলি শোনো ওরে-


পিরিতি কি সোনা- রুপা,
করতে যাচাই হয়?
মনের দোলা লাগলে প্রাণে
মনের মাঝেই রয়।
মনে মনে একমন হলে
(হবে) সে তোমার প্রিয়।।


করলে যাচাই পিরিত মানে
ডুবতো কী আর সবে?
এসব কথা, কথার কথা
ছাড়ছে মানুষ কবে!
আদম মজলো হাওয়ার প্রেমে
হলো দু'জনার প্রিয়।।