হাকিম পুরী জর্দা দিয়া
পান খাওয়াইয়া মারছে বান
তার লাগিয়া এখন আমার
আহা/লাগে দারুণ টান।।


আসা যাওয়ার সময় করে
থাকে পথ চাইয়া
তড়িঘড়ি করে আমি
আসি নৌকা বাইয়া
শাহী পানটা মুখে দিয়া
মাঝি ধরে সুখের গান।।


ইট ভাঙিয়া যখন আমি
নদীর পাড়ে আসি
থেকে থেকে বন্ধু আমার
করে কাশাকাশি।
কাঁধে লইয়া ঘুইরা ঘুইরা
বাসস্ট্যান্ডে বেঁচে পান।।


খিলি পানে মিষ্টি জর্দা
সাথে আরো খয়ের
গল্প মারে রসিক বন্ধু
রাম সাম আর " গ "য়ের
সব ছাড়িয়া দিলে লাগে
নাটাই সুতোয় যেমন টান।।