দরজা যদি পায় রে খোলা
পাখি যাইবে পালাইয়া
দেহটা রাখবে ফালাইয়া
আজকে তোমার সবই আছে
কাল ফেলবে যে হারাইয়া।।
ভাবো রে মন থাকতে সময়
ভুইলা যাইও না
তোমরা ভুইলা যাইও না
পরপারের খবর রেখো
রাখিলাম জানাইয়া।
জায়গা জমি গাড়ি বাড়ি
লাগবে তোমার কতো ?
বলো লাগবে তোমার কতো
সাড়ে তিন হাত মাটি ছাড়া
রইবে আছে যতো।
তবু কেনো ভাবো রে মন
যাইবে বাড়ি ্বানাইয়া।।
একলা আসছো একলা যাইবা
হাতটা রবে খালি
তোমার হাতটা রবে খালি
লাভ কী বলো হইছে তোমার
হইলা বাগান মালি।
সময় হইলেই সব ছাড়িয়া
তুমি যাইবা কান্দাইয়া।।