একদিন আমি পাখি হবো
উড়বো ডালে ডালে
মধুর মধুর গান শোনাবো
সুরের তালে তালে।।


কষ্টগুলো হচ্ছে জমা
ধৈর্যই কথা কবে
বিনি সুতায় টান পড়লে কি
মালা গাঁথা হবে
দাগ মেলাতে খড়িমাটি
ফুরাই অকালে।।


গাছের আগায় ঢালছো পানি
গোড়া খুঁচিয়ে
হিসেব কষে পাকাপোক্ত
নিচ্ছো গুঁছিয়ে
এমন কেনো ধর্ম তোমার
ঘুরো ডালে ডালে।।