আমি কইবো কইবো গো
তোমার পিরিতের কথা
মায়া লাগাই চইলা গেলা
বুঝলা না মনের ব্যথা।।


মধুর সুরে ডাকতা যখন
পাগলি নামটা ধরে
সুখে আমার বুক ভাসিত
লাজে যাইতাম মরে
এসব কথা মনে হলে
কান্দে বনেরও লতা।।


আইবা কইয়া আইলা না গো
কাঁদাইলা এই প্রাণ
ভালোবাইসসা পোড়লে অন্তর
গাই বিরহেরই গান
হইতাম যদি বনেরও পাখি
কইতাম কতোই কথা।।


একবার যদি পাই গো দেখা
আঁচলে বান্ধিবো
পরানেরই ময়না পাখি
আর কতো কান্দিবো।
পিরিত যদি ভুইলা যাও রে
পাইব মনে ব্যথা।।