ডাকিস কেনো ওরে ও পাখি বল'না আমারে
তোর লাগিয়া এই পরানটা তুইলা রাখছি রে।।


যাস না উড়ে অচিন দেশে আমারে ফেলে
তোরই সাথে উড়াল দেবো রঙিন ডানা মেলে।
কলিজাতে দিস না আগুন পোড়াস না আমারে।।


কতোই সুখের গান শুনাইয়া কই পালাবি তুই
মনের ঘরের বাতি জ্বলে হৃদয় দিয়ে ছুঁই।।
পুষলাম তোরে যতন করে পরম আদরে।


ডানা ভাঙা পাখি রে তুই মন চাইলে উড়িস
যখন তখন আবার কেনো মন জুড়ে ঘুরিস।।
বসিস যদি মন বাগানে কী এমন ক্ষতি রে!