কষ্টে আমার বুক ফেটে যায়
কেমনে গেলি চলি
পাখি রে তুই বুকটা আমার
শূন্য করে গেলি।
সুখ পাখি তুই ব্যথার পাহাড়
বুকে দিলি ঢালি।
আপন করে ভাবলাম যারে
দাগা দিয়া চইলা গেলি অন্তরে
মনে কতো সাধ ছিলো
পাবো আমি তোরে।
জীবনের ভাবনা তোরে আর পাবো না
এ বুকেতে আগুন লাগাই দিলি।
কষ্ট নামের নীল পাখিটা
এ বুকে বেঁধেছে বাসা
পরান আমার কেঁদে মরে
ভাঙলো মনের আশা গো।
বুকের ভিতর তোষের আগুন
ধিকি ধিকি জ্বলে।
তোর লাগিয়া রুনার জীবন
পুড়ে হইলো ছাই
পথে পথে ঘুরি আমি গো
তুই যে কোথাও নাই।
পৃথিবীটার বিনিময়ে
বাঁধবো বাসা তোরে পেলে।