কি নাও বানাইলা দয়াল রে
ও দয়াল সাজাইলা কী রূপে!
দেখতে দেখতে নয়ন জুড়ায়
সময় যায় ফুরায় রে।।


সকাল বেলা উঠে সূর্য
তাপের বৃদ্ধি পায়
ধীরে ধীরে আবার সে যে
ক্ষমতা হারায়
কেমন করে রাখবো ধরে
মনটা যে কাঁদে রে।।


কৈশোর গেলো হেসেখেলে
যৌবনে সব দায়
সংসার নামের বোঝা যতো
হাতড়িয়ে বেড়ায়
মনের সাথে মন মিলানো
কঠিন হয়ে যায় রে।।


চেহারাতে ভাঁজ পড়ে যায়
টান থাকে না আর
বার্ধক্য আসিলেই যেনো
মনটা হয় রে ভার
কালো চুলে পাক ধরে হায়
ঠেকানো না যায় রে।।