জনম নায়ড় যাচ্ছো পাখি
এই না ভূবন ছাড়িয়া
প্রাণ পাখিটা নিলো তোমায়
নিঠুর দেশে কাড়িয়া।।


আর বুঝি গো আইবা না রে
যে দেশ তুমি ছাড়িলা
কেমন করে থাকবে বলো
পরানটারে বাদিলা
সুখের সময় ছিলা পাশে
দুঃখে গেলা ছাড়িয়া।।


নায়ড় যাইবা যাইবা কইরা
হাতে পায়ে ধরছিলা
বাবা তোমার কান্দে নাকি
কেঁদে কেঁদে বলছিলা
এমন নায়ড় গেলা তুমি
সেই বাবারে ছাড়িয়া।


রুনা বলে শুনো ও রে
এমন নায়ড় যাইও না
যাইবা যদি এমন নায়ড়
মানব প্রেমে মইজ্জো না
বিধির প্রেমে মজো তবে
দুনিয়ার প্রেম ছাড়িয়া।।