না বুঝিয়া প্রেম করিয়া পেলাম শুধু ফাঁকি,
উইড়া গেলো কার বাগানে আমার প্রাণের পাখি।।


কলিজাতে দাগা দিয়া  গেলো পরান পাখি,
এতো ব্যথা দিলো আমায় দুঃখ কোথায় রাখি।।
সাধের বাসর ভাঙলো আমার।ভাসালো দুই আঁখি।


মনটা আমার কেঁদে মরে তুমি বুঝলে না,
আমি এখন বুঝে গেছি আমার ছিলে না ( তুমি)।
পাষাণ হৃদয় তোমার বন্ধু  তবু তোমায় ডাকি।


আমায় যদি মনে পড়ে  একবার আসিও
ভালোবাসার স্মৃতি গুলো নীরবে ভাবিও।
তুমি ছাড়া বলো আমি কেমন করে থাকি!