জানি ওগো ভুলে যাবে
তুমিও একদিন
মুছে যাবে সকল স্মৃতি
থাকবে না যে ঋণ।।


ছিলো যতো মাখামাখি
ভালোবাসার খেলা
ভুলবে ততোই যাবে যতোই
ডুববে জীবন ভেলা
বাজবে কী গো নষ্টালজিক
বাজবে কী আর বীণ।।


নিভবে যখন জীবন প্রদীপ
থেমে যাবে সবই
কেমন করে কাটবে তখন
রইবে না মোর ছবি
হাসি মাখা মুখটা তোমার
জানি হবে গো লীন।।


পরশমণি গীতালি গান
বাজবে তানপুরায়
সুরে সুরে ভরে যেতো
যতো প্রাণজুরায়
লিখবো না আর গান কবিতা
ডায়রি রবে লেখাহীন।।