মরে গেছি সেদিন আমি যেদিন হইলা পর,
তোমার আশায় সব ছাড়িলাম ছাড়িলাম মোর ঘর।।
মনাকাশে দিবারাতি উড়াও রঙের ঘুড়ি,
ফুলের আঘাত দিলেও প্রাণে মনে হয় নুড়ি।
অবুঝ পাখি বুঝলে না গো ভাঙিলে এই পাঁজর।
কার প্রেমেতে মইজা তুমি ভাসাইলা তরী
সেই বিরহে একা একা কেঁদে কেঁদে মরি।
কোন বা সুখের আশায় বন্ধু পুড়ালে অন্তর!
ভুল বুঝিয়া চলে গেলে স্মৃতিগুলো ভুলে
ভালোবাসার মালাখানি নিলে না তো তুলে
প্রেম যমুনায় ভাসাও তরী দাও প্রেমেরই মন্তর।