মাইকে যখন আসবে আমার
মরারই খবর
বাদ জুহুরে স্বজন মিলে
দিবে গো কবর।।
চারিদিকে আওয়াজ হবে
রিকশার ঐ মাইকে
কেমন করে গেলাম মরে
জিজ্ঞাসিবে ভাইকে।
কান্নারই রোল পড়িবে
লোকে ভরবে শহর।।
তোমরা খুঁড়বে খুঁড়বে গো
রুনার ও কবর
নিয়ম- কানুন যতোটুকু
কতোই যে কদর।
একদিন সবাই বিলীন হবো
এটাই আসল খবর।
সেইদিন আমি শুনবো না যে
তোমার কান্নারই সুর
চলে যাবো ধরা ছেড়ে
দূরের থেকেও দূর।
কাঁধে চড়ে যাবো চলে
থাকবে না বহর।