মনটা নিয়ে খেলছো তুমি
এমন নিঠুর খেলা,
কলিজাতে জায়গা দিয়ে
করছো কেনো হেলা।
দিবানিশি ডাকাডাকি
ভালোবাসার ছলে,
আদর করে হাসাও আবার
কাঁদাও অশ্রুজলে।
তোমায় ভেবে কাটে প্রিয়
আমার সারাবেলা।
ভুলতে আমি পারবো না গো
অন্তর আমার জ্বলে,
যতন করে রাখছি তোমায়
পরানেরই তলে।
ভালোবেসে কাছে টেনে
করো না গো হেলা।
সাঁঝের পাখি নীড়ে ফেরে
সুখের স্বপ্ন নিয়ে,
সুখ পাখিটা পর হইলো
কাঁদে আমার হিয়ে।
মনাকাশে বসে বসে
ভাসাও মেঘের ভেলা।