মনের দামে মনটা নিয়ে
ভালোবাসিলা,
চাঁদ মুখের ঐ হাসি দিয়ে
প্রাণে মারিলা।


জেগে থেকে স্বপ্ন দেখি
মন বসে না কাজে,
পাগল পাগল মনটা আমার
হারায় তোমার মাঝে।
প্রেমের বঁড়শি ফেলে আমার
মনটা কাড়িলা।


নয়নেরও নয়ন তুমি
বুকেরই কাঁপন,
যতন করে কইরো বন্ধু
ঐ বুকেতেই দাফন।
অথৈই নদীর বাঁকে বাঁকে
আমায় ভাসাইলা।


যতো দূরে যাও গো তুমি
ততো কাছে আসি,
তুমি আমার গানের কথা
তোমায় ভালোবাসি।
রুনা লায়লাকে ভালোবেসে
শুধুই কাঁদাইলা।।