মেঘ জমিলে আকাশ যেমন
ঝরে অঝোর ধারায়
মনাকাশে জমিলে মেঘ
তেমনি কাঁদায়।।
কাঁদলে আকাশ দেখে সবাই
আমার কান্না দেখে কে
কেমন করে ভাসি জলে
সাঁতার আমার শেখায় কে!
কে আছে গো দরদী মন
ডাঙায় তরী ভাসায়।।
কাঠ পুড়িলে হয় যে অঙ্গার
বুঝা যায় ধোঁয়ায়
মন পুড়িলে কেউ দেখে না
কলিজা পোড়ায়
দুঃখের চাকা ঘোরে সবার
আমার বেলায় হায়।।
আসা- যাওয়ার পারাপারে
নৌকা বাঁধা থাকে
যখন তখন কে যায় চলে
কে বা খবর রাখে
রুনা বলে ভয় পেয়ো না
ডুব দিও না কাদায়।।