কোথায় পরে রইলে রে মন
মিছে মায়া করে
ভাঙবে রে তোর স্বপ্ন জানি
বুঝবে সেদিন ওরে।।


আশায় আশায় বুকটা বেঁধে
সময় করেছো পার
যেতে হবে ডাক আসিলে
ছেড়ে, মায়ারও সংসার।
কার লাগিয়া মত্ত হলে
কিসের-ও তরে।।


জীবন যৌবন খুঁজে দিশা
কি পেলে রে মন
ধরার বুকে কে বা আছে
তার মতো আপন।
সাধের ডিঙি বাইয়া গেলে
কি নিলে ভরে।।


সময় থাকতে তীরে এসে
দাও ধরা দাও তারে
বিপদ আপদ সামলে নেবে
ভিড়াও তরী পাড়ে।
বিশ্ব হতে নিঃস্ব যাবে
যখন যাবে মরে।।