হতাম যদি প্রজাপতি
স্বপ্ন মনেতে
তোমায় নিয়ে উড়ে যেতাম
ফুলের দেশেতে।
রঙিন পাখায় বসে খোকা
দূর আকাশে যেতে
চাঁদের বুড়ি তোমায় দিতো
দুধ-কলা -ভাত খেতে।
মিষ্টি হাসি দেখে তোমার
মন নাচে খুশিতে;
পাখির আগে জাগতে তুমি
আমার বাগানেতে।
সুখের তরী ভাসাই সাঁঝে
মায়ের স্বপ্নতে ;
যুগে যুগে রাখিস মনে
খুঁজিস তারাতে।