ছেলে আমার স্ট্যাটাস দিবে
মা যে গেলো চলে
এই বুঝি গো একলা হলাম
বিধির খেলার ছলে।।


বাবা বলে কে ডাকবে গো
কে নিবে যে বুকে
মনটা কাঁদে হুঁ হুঁ করে
পরানেরই দুখে
ডাকবে না মা আরেকটি বার
খোকা খোকা বলে।।


মুছবে না ঘাম ঝরবে যখন
বাহির হতে এলে
জড়িয়ে কি দেবে শীতে
চাদর গায়ে মেলে
কেমন করে থাকবো মাগো
যাও না কিছু বলে।।


অভিমানে যেও না মা
আমায় একা ফেলে
লাগলে ক্ষুধা  কে খাওয়াবে
কাঁদবে তোমার ছেলে
এমন দুঃখী করো না মা
ডাকো খোকা বলে।।