আগের মতো বন্ধু আমার
লয় না তো খবর
ব্যস্ত আমি ব্যস্ত তুমি
ব্যস্ত এই শহর।।
মানুষ মরে পঁচে থাকে
জানে না তার পড়শি
অন্যের লাগি কবর খুঁদে
পাতে মরণ বঁড়শি।
দিশেহারা হই যে আমি
শুনে গো সেই খবর।।
আচ্ছা কেনো বদলে গেছে
মানুষেরই মন
কাছের মানুষ থেকেও যেনো
নাই যে কেউ আপন।
মাঝে মাঝেই ইচ্ছে করে
লইতে জিন্দা কবর।।
ঘুমটা ভেঙে দেখতাম যদি
বদলেছে মানুষ
সবাই মিলে উড়ায় ঘুড়ি
উড়ায় রঙের ফানুস।
স্বার্থ ত্যাগ করো রে মন
পেতে শান্তিরও সফর।।