মেয়ে:
ডাকে না আর আগের মতোন বন্ধু গেলো কই
মনের কথা বলি কারে কই গেলি সব সই।।
ছেলে:
ডেকে বলো কী আর হবে তোমার দেখা নাই
মনের দুঃখে তাই তো আমি কাঁদিয়া ঘুমাই
পায়ে ধরে চলবো আমি এমন কিন্তু নই।।
মেয়ে:
দূরে দূরে থাকে সে যে কাছে আসে না
চাঁদবদনের মতো করে একটু হাসে না
আমার লাগি কান্দে না আর তাই তো একলা রই।।
ছেলে:
রাজি যদি থাকো তুমি হাতটি বাড়াও না
মনের যতো মান অভিমান সখি তাড়াও না
আনবো ঘরে রাণীর মতোন থাকবো সুখে লই।।