তোমার পরে আমার পালা সাঙ্গ হলে খেলা
শব বেহারা তৈরি আছে ডুববে যখন বেলা।।


কিসের আশায় বসে আছো বড়শি হাতে লয়ে
ডাক পরিবে হঠাৎ করেই নিবে না কয়ে।
হবে বিলীন সুখের-ও দিন স্মৃতিও রবে মেলা।।


সময় থাকতে পার করিও মাথার ও বোঁঝা
পাবে নাকো পৃথিবীতে সারতে কোনো ওঁঝা।
হিসেব তোমার দিতেই হবে কি কইরা গেলা।।


ঘর ঘর করে ঘর বাঁধিয়া ক'দিন রবে ভবে
মানুষজন্ম স্বার্থ করো গিয়ে কি কবে!
সরীসৃপের জীবন লয়ে ভাসাইও না ভেলা।।