ওরে লাকি আমার লাকি কেমনে দিলি ফাঁকি
উইড়া গেলি কার বাগানে তারই ছবি আঁকি।।
তুই ছিলি রে এই মনেরই ছোট্ট আঙ্গিনায়
তোরই জন্য বলে রে পাষান কোন রাতটা জাগি নাই।।
কসম দিয়ে বলে ছিলি দিবি না রে ফাঁকি।
রাতেরই ঘুম হারাম করে ভাইভারে কল দিছি
ব্যথা যতো দিছিস রে তুই হজম করে নিছি।
আজো তোরে ভালোবেসে করি ডাকাডাকি।।
প্রেমের নামে বিষ খাওয়াইয়া মাতাল করলি তুই
এতো ব্যথা তোরই লাগি কোথায় বল রে থুই
ফিইরা আয় রে শূন্য বুকে ও পরান পাখি।