শ্যাম কালিয়া তোরে লইয়া নিন্দা করে লোকে
তবু তোরে মন দিয়েছি রাখছি দুই চোখে।।


রঙটা তোরই হোক না কালো কিছুই যায় আসে না
তোরই মতো আমারে কেউ অত ভালো বাসে না
রাধে রাধে বলিস যখন মন ভরে যায় সুখে।।


চিকন কালা দিস না জ্বালা বাঁশির সুরে সুরে
মাটির লাহান মনটা আমার রাখিস কেনো দূরে
সাদাদিলে দিস না কাদা মরবো মাথা ঠুকে।।


হৃদয় পুরে রাখছি মোড়ে বুঝলি রে তুই কই?
তোরই মতো অত পাষাণ রুনা লায়লা নই
মনের দুয়ার রাখছি খুলে আছিস রে তুই বুকে।।