একটা মানুষ মারতে বলো
কয়টা গুলি লাগে?
বাজান আমার বুকেরই ধন
ভাবলে না কেউ আগে।।


মরার আগে কইছিলো কি
একটু বলো যদি
ব্যথারই ঢেউ থামছে না তো
বইছে নিরবধি।
আমার আগে মরলো বাবা
দুঃখেরই ঢেউ জাগে।।


কেমন করে করলে গুলি
না জানি গো মা
জানতাম যদি আমি মায়ে
ধরতাম তোমার পা
তোমার ঘরে নাই কি সন্তান
ভাসেনি মুখ তা'গে।।


তোমার হাতে কতো মায়ের
বুক করেছো খালি?
বিচার দিলাম মাওলা আমার
করবে না দালালি।
এক খুনেরই হাজার বদল
আরো কতো লাগে?