কতো কথাই লিখে যাই
প্রেম দিয়া মন পোড়াই
গাইলো না তো সুর দিয়া
কই লুকাইলা মন নিয়া।।


সুরের তালেই পোড়ে মন
আসে না সে সেই শুভক্ষণ
বন পোড়ে হায় ফাগুনে
কাঠ পোড়ে ছাই আগুনে
কান্দে না সেই নিঠুরিয়া।।


প্রেম পিরিতির লিখি গান
উজার কইরা মনপ্রাণ
ফাগুন হাওয়া আইলো কই
মনের  কথা মনে থুই
চইলা গেলো  মন নিয়া।।