কী পেয়েছো জীবন হতে কী বা তুমি দিলে,
জীবনের এই হিসেব নিকেশ কী বা সূত্রে মিলে।।
গড়ছো জীবন ভাঙছে যে পাড় ঢেউয়ের তালে তালে
বিধির খেলা চলছে ভেলা যার যা আছে ভালে।
ভাবছো তবু জীবন খাতা লিখে ভরে দিলে।।
তেলের মাথায় তেল দিয়েছো আউলা কেশে বেল,
নিয়মনীতি সবই ভুলে খেলেছো নিঠুর খেল
দেয়ার চেয়ে নেয়ার স্বপ্নে বিভোর তুমি ছিলে।।
" ভরা নদীর বাঁকে বাঁকে "হাল ছেঁড়ো না মাঝি
কর্ম রেখো স্মৃতির পাতায় সময় কিন্তু আজি,
চাওয়া-পাওয়ার জটিল অঙ্ক সহজে কী মিলে।।