কী বলিয়া নিলা বিদায় মা'য়ে কেঁদে বলে
আমায় কেনো নিলা না রে একাই গেলা চলে।।


একা একা যাচ্ছো কোথায় স্বজন যতো ফেলে
পাখির মতোই ফুড়ুৎ করে উড়ছো ডানা মেলে।।
কার ইশারায় ছাড়লা ভুবন মা'য়ে কেঁদে বলে।


নাড়ি ছেড়ে আড়ি নিলে পরানে সহেনা
দুঃখের নদী বয়ে চলে এই মন যে বসে না।।
দিবানিশি ডাকছে বুঝি জানি না কোন ছলে।


কেমন করে থাকি বলো কলিজায় দাগ দিলে
একে একে  সবাই গেলো সুখ যে নিলো চিলে।।
বুক ফেটে যায় দিতে বিদায় যাও না কিছু বলে।