কেমন ঘুমে বিভোর হলে
ডাকলে শুনো না
আমি যদি যাই ঘুমাইয়াা
তখন খোঁজো না।।
জীবন নদীর অনেকটা পথ
ছিলাম পাশাপাশি
হঠাৎ কেনো মান করিলা
ডাকছো না গো আসি
পাখির মতো উড়ছো এমন
কথা বুঝো না।।
বুকটা আমার যায় ভাসিয়া
অভিমানের জলে
পাথর চাপা কষ্টগুলো
পরানেরই তলে।
যাও না নিয়ে সাথে করেই
কেনো শুনো না।।
রুনা বলে শুনো ও মন
এমন কথা ছিলো না
একই সাথে যাবো কইয়া
নিইয়া গেলা না
কথা দিইয়া রাখলা না গো
পাই গো মন বেদনা।।