মনের মাঝে স্বপ্ন ছিলো থাকবে আজীবন
ভুলিবো না তারে কভু আসিলেও মরণ।।
তারি মনের স্বপ্নগুলো আছে জমা জানি
ইচ্ছে করে পূরণ করি হয়ে তারি রাণী
মনে যদি পরে আমায় করবে কি স্মরণ।।
ভালোবাসা এমনই হয় কাছের স্বপ্ন দূরে
দুঃখের হরেক রঙধনুরা ডাকে করুণ সুরে
রুদ্ধ দুয়ার যায় না ভাঙা হৃদয়ে হয় রণ।।
লালন করি বুকের মাঝে জিন্দা লাশের বহর
পরনিন্দা লোকলজ্জা বুকে দেই যে কবর
মানুষ তবু ভালোবাসে বাসবে আজীবন।।