আমি কান্দি তোমার লাগি
তুমি কাঁদলা কই
এই জীবনের যতো দুঃখ
একলা একলা সই।।


সারাজীবন ঘুরলাম আমি
তোমার পিছু পিছু
ভালোবাসা দিলাম তোমায়
দিলা না তো কিছু
প্রাণটা তোমায় লুটায় দিলাম
তবু তোমার নই।।


মাঝি যখন সুর ধরিয়া
গায় রে প্রেমের গান
মনে আমার জেগে উঠে
দিলে লাগে টান
আমায় থুইয়া রইলা কোথায়
খুঁজি তোমায় কই।।


নদীর বুকে জোয়ার-ভাঁটা
চলে কতোই ছন্দে
এই জীবনে আসে না তো
জোয়ার  ভালো-মন্দে
লিখি তাই তো রুনাগীতি
তারই মাঝে রই।।