কাঁদবো না আর তোর লাগিয়া তুই যে বনের পাখি,
কেঁদে কেঁদে ভাসাবো না আমার দুই আঁখি।।


ভালোবাসা বুঝে না যে দুঃখ দেয় অন্তরে
কী বা যাদু করলি রে তুই কোন সে মন্তরে!
মন মসজিদে তোরই ছবি রাখছিলাম আঁকি।


মনের ঘরে কখন যে তুই উঁকি দিয়ে ছিলি,
ছলনাতে কেমন করে মনটা কাড়ি নিলি
ভালোবাসার অজুহাতে দিলি আমায় ফাঁকি।


ব্যথা যদি দিবি রে তুই  দেখাইলি ক্যান আশা
কালবৈশাখীর মতো ভাঙলি মনের ছোট্ট বাসা।
রুনার মনে আঘাত দিয়ে কারে নিলি ডাকি।