কাঁদবো না আর তোর লাগিয়া
তুই বড়োই যে পাষাণ
তোরে ভালোবাইসা আমার
প্রাণ হলো খান খান।।


হাসির ছলে কাইড়া নিলি
মনেরই জমিন
সব হারাইয়া নিঃস্ব হইলাম
বুকটা করে চিনচিন।
পা দেবো না ঐ পথে আর
করলে কর অভিমান।।


বুঝতে তোরে ভুল করেছি
মন দিয়েছি সঁপিয়া
আগের মতো ডাকিস না আর
কই গেলি রে ওপ্রিয়া।
অশ্রুজলে যাই ভাসিয়া
হৃদে লাগে বড়োই টান।।


ঠিকই তোরে ভুলে যাবো
একটু সময় দে
দোহাই লাগে মনটা নিস না
পরাণটা কাঁদে।
ভাবিস না তুই আমার মতো
সয় না যে পরাণ।।