যুদ্ধ শেষে চলেই যাবে এটাই ধরার রীতি
তাকে নিয়েই লিখে যাই গো নতুন একটা গীতি।।
একা একা সবাই যাবো আগে কিংবা পরে
স্মৃতি শুধু রেখে যাবো এই পৃথিবীর তরে
যদি পারো ক্ষমা করো রেখে যাবো প্রীতি।।
ভুলগুলো সব রয়েই যাবে ভালোবাসা হয়ে
ডায়রির ভাঁজটা খুলে দেখো অন্তর যাবে ক্ষয়ে
কতোই ছিলো মাখামাখি রবে কতোই স্মৃতি।।
এই যে নিয়ম সবার বেলা করো না গো হেলা
তেল ফুরালে নিভে যাবে বন্ধ হবে খেলা
রুনা বলে কেঁদো না গো মানতেই হবে নীতি।।