যতই দূরে থাকি জেনো
ততোই কাছে আসি,
জনম জনম তোমায় আমি
যাবো ভালোবাসি।।
তুমি আমার সোনার ময়না
বুকেই পুরে রাখি
ধরতে গেলে যায় না ধরা
সে যে অচিন পাখি
আঁধার শেষে আসবে আলো
স্বপ্ন রাশি রাশি।।
কেমন করে আগলে রাখি
পথ খুঁজে না পাই
জীবন দিয়ে ও রে ও পাখি
তোমায় আমি চাই
উড়ে এসো ডানা মেলে
বাজাই সুখের বাঁশি।।
আর কতোদিন থাকবে ওরে
দেখবে তাসের খেলা
ক্ষণে ক্ষণে যায় যে বয়ে
আমার অলস বেলা
তুমি আমার আকাশ জুড়ে
মিষ্টি চাঁদের হাসি।।